‍‌‌`ভালোবাসা" বিয়ের আগে না পরে ?



**"ভালোবাসা" বিয়ের আগে না পরে ??? (একটি গবেষণাধর্মি পোস্ট)
অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই প্রেমের বিয়ের সুগন্ধি উবে গিয়ে ভেতরের নোংরা বেরিয়ে আসে বিয়ের আগে অমুক বলেছিলে তমুক বলেছিলে , বললেই কি সব করতে হবে ? ব্যস ! একসময় বিচ্ছেদ ! বিয়ের আগে প্রেমের নেশায় একে অপরকে অবাস্তব প্রতিশ্রুতি দেয় যা পরে পূরণ করতে পারে না তার জন্যই হয় এই করুণ পরিনতি আর অভিভাবকের অসম্মতিতে বিয়ে করলে বিচ্ছেদের পর মেয়েটি বলতে গেলে অসহায় হয়ে পরে এযেন একুল আর ওকূল হারালাম দূকুল এবার দেখি দম্পতি যাদের একজনার বিয়ের আগে অন্যকারো সম্পর্ক ছিল ,একজনার ছিল না যিনি পূর্বে কারো সাথে জড়িত ছিলেন না তিনি মনপ্রাণ দিয়ে তার জীবন সংগীকে ভালোবাসে কারণ এটা তার প্রথম প্রেম প্রথম ভালোবাসা প্রথম রোমাঞ্চ !  কিন্তু সঙ্গীর কাছ থেকে সে সেই প্রথম প্রেমের উপযুক্ত সাড়া পায় না কারণ সঙ্গী তার মনের শুদ্ধতা ও সুকুমার বৃত্তিকে লুটিয়ে দিয়ে এসেছে অন্য কারো চরণে এ ব্যাপারটা যখন প্রথমজন টের পেয়ে যায় তখন কি হয় জানেন? সে হয়ে ওঠে প্রতিশোধ পরায়ণ কিংবা উদাসীন আর অপরপক্ষ তখন তার পূর্বের সঙ্গীর সাথে তুলনা করে জীবন হয়ে ওঠে নরকময় এবার যাদের উভয়ের বিবাহপূর্ব সংগী ছিল তাদের কথা এই সংসারের প্রধান রোগ অবিশ্বাস , সন্দেহ ভালোবাসার ভিত্তি বিশ্বাস ,শত্রু সন্দেহ কেউ কাউকে অন্তরের সংগী করতে পারেনা সন্দেহের ঘুনেপোকা কুড়ে খায় ,অবিশ্বাসের আগুনে জ্বলে পুড়ে মরে এর নাম জীবন ! বন্ধু ! এর ব্যতিক্রম যে নেই তা নয় তবে সেই সৌভাগ্য সবার হয় না একটি কথা বলতে ইতস্তঃত বোধ করেও বলাটাই স্হির করলাম বিবাহ পূর্ব ভালোবাসার সবচেয়ে কদর্য দিক হচ্ছে ভালোবাসার নামে দৈহিক সম্পর্ক এমন কিছু করিয়েন না, যা আপনার বিয়ের পর, আপনার স্বামী অথবা বউ কে ধোকা দেওয়া হয়...!!!

[][]ভালোবাসার জন্য যদি জীবন দিতে হয় দাও কিন্তু শরীর দিও না  
 দেহে যদি নোংরা লাগে মন কখনো পবিত্র রয় না ।[][]

No comments:

Post a Comment