নারী পুরুষের অজানা তথ্য





**নারী পুরুষের অজানা তথ্য**
 

) পুরুষ জীবনে স্বেচ্ছায় একটিই ভুল সিদ্ধান্ত নেয়, সেটা হলো বিয়ে করা। আর নারী সারাজীবনে একটি সঠিক সিদ্ধান্ত নেয়, তা হলো বিয়ের পিঁড়িতে বসা

) নারীরা বিয়ের সময় এই ভেবে কাঁদে যে, তারআসল রূপটি যেন হবু স্বামী বুঝতে না পারে।

আর পুরুষ বিয়ের সময় এই ভেবে হাসে যে, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন কেঁদে আর লাভ কী?

) পুরুষকে সবচেয়ে বেশি সন্দেহ করে তার বিবাহিত স্ত্রী। আর নারীকে সবচেয়ে বেশি সন্দেহ করে তার প্রেমিক ) নারী পুরুষের সবচেয়ে বড় মিল হলো বিয়ের পর তারা একসঙ্গে থাকে।

আর নারী পুরুষের অমিল হলো বিয়ের পর নারী সংসারে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ চায়। পুরুষও গণতন্ত্র চায় না, শুধু শান্তি চায়

) একজন নারী একসঙ্গে 'টি প্রেম করে, তা বুঝতে দেয় না। আর সম্ভবত সবচেয়ে বেশিসংখ্যক পুরুষই প্রেমহীন জীবন কাটায় ) কোনো পুরুষের কাছে প্রথম প্রেমের প্রস্তাব পাওয়ার পর নারী প্রচণ্ড রাগ রাগ ভাব দেখায়; কিন্তু বাস্তবে এর চেয়ে বেশি খুশি আর সে কোনোদিন হয় না ) নারী জানে যে, তার প্রেমিক তাকে যেসব প্রতিশ্রুতি দেয় তার সবই অলীক কল্পনা এবং সেসবের অধিকাংশই কোনোদিন পূরণ  করতে পারবে না।

 তারপরও নারীরা প্রেম করার সময় তার প্রেমিকের কাছে রকম প্রতিশ্রুতিই বেশি বেশি আশা করে ) দু'জন সুন্দরী নারী আড্ডা দেওয়ার সময় অনেক গোপন বিষয় একে অপরের কাছে ফাঁস করে দেয়, এমনকি পোশাকেরও প্রশংসা করে।

কিন্তু তারা ভুল করেও একে অপরের রূপের প্রশংসা করে না ) একজন নারী তার জীবনের সিংহভাগ সময় রান্নাঘরে কাটিয়ে দেয়, তারপরও অধিকাংশ পুরুষেরঅভিযোগ, তার স্ত্রীর হাতের রান্না খাওয়া যায় না ১০) অধিকাংশ পুরুষ কষ্ট করে পড়াশোনা করে এই ভেবে যে, সে একটি ভালো চাকরি পাবে।

আরঅধিকাংশ নারী কষ্ট করে পড়াশোনা করে এইভেবে যে, সে ভালো একটি স্বামী পাবে
 MD. MASUD RANA (MR)

No comments:

Post a Comment