ভালবাসায় ব্যার্থ হলে করণীয়




**আপনি কাউকে প্রকৃত ভালোবাসলেও সে যদি 
আপনাকে ছেড়ে চলে যাই সে ক্ষেত্রে আপনার করণীয়**



প্রেম-ভালোবাসা নিয়ে প্রতিদিন অনেক অনেক লেখালেখি হয়, হচ্ছে, তাই আমি আর সে দিকে না গিয়ে গেলাম বিপরীত দিকে! আপনাদের আজ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো,যা আপনাকে সাহায্য করবে আপনার এক্স-কে ভুলতে! "মানুষ মরে গেলে পছে যায়, বেঁচে থাকলে বদলায়, সকালে বিকালে বদলায়, কারনে অ-কারনে বদলায়..."স্যার মুনির চৌধুরীর কথা টি সবাইহয়তো জানেন
       কিছু কিছু রিলেশন এক দিন এমন এক পর্যায়ে এসে দাড়ায় যে, দুজন মানব-মানবির প্রতিজ্ঞাবদ্দতা, স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা, চাওয়া-পাওয়া সব কিছু জলাঞ্জলি দিয়ে নিজেদের গুটিয়ে নিতে হয়! জীবনের অনেক টা দিন, অনেক টা সময়এক সাতে থেকে ও এক সময় তাদের কে বরণ করে নিতে হয় বিচ্ছিন্নতার যন্ত্রণাময় অধ্যায়, কারো কারো জন্য তা হয়ে পড়ে জীবন-মৃত্যুর খেলাকেননা যাকে সে তার জীবন থেকে ও বেশি গুরুত্ব দিয়ে এসেছে, তাকে নিয়ে অজস্র স্বপ্ন অন্তরের গহিনে লালন করেছে, অথবা কেউ কেউ তার মাঝে এ খুজে নিয়েছেতার আপন আলয়, তার নিজস্ব পৃথিবীযাকে পেয়ে সে আর অন্যকিছুর অভাব আছে বলে মনে করে নি, অথচ সেই আপনজন ই এক দিন যখন ছায়াপথের মতো ক্রমশ দূরে সরে যেতে থাকে, তখন প্রেমিক হৃদয়ের বেধনা, সে হৃদয়ের এক এক টা দিন, এক একটা নির্ঘুম রাত এর অসহ্য যন্ত্রণা ভুক্তভোগী ছাড়া আর কেও অনুধাবন করতে পারে না, পারবে ও না!

কবির কথায়-
"
চির সুখি জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুজিতে পারে? কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে? কভু আশীবিষে দংশে নি যারে..." এই দংশনে কারো কারো জীবনে নেমে আসে অমাবস্যার ঘোর অন্ধকার, স্বাভাবিক মানিবক জীবন ছেড়ে কেউ কেউ অমানবিক জীবন যাপন শুরু করে! মনে হয় যেন তার সব কিছু হারিয়ে গেছে কোন এক কালবৈশাখী ঝড়ে! সেই সব হৃদয়ের মানুষের জন্য আমার আজকের আয়োজন!
এমন অনেক আছেন যারা চান না তাদেরপ্রিয় মানুষটির স্মৃতি টুকু ভুলতে, নিজের অপারগতায় অথবা নিজের কোনো ভুলের কারনে তাকে হারিয়েছেন, তাদের জন্য নিচের টিপস গুলো প্রযোজ্য নয়দূরে চলে যাওয়া মানে ই বন্ধন ছিন্ন করা নয়, কারো কারো হৃদয়ের বন্ধন অঠুট থেকে যায়তারা চান প্রিয় মানুষ টি সব সময় থাকুক আমার হ্রদয় জুড়ে, ওর না থাকা অস্তিত্ব বয়ে বেড়াতে এ যেন তাদের পরম সুখ!
এমন ও কিছু মানুষ আছেন, যারা তাদের প্রিয়জনের স্মৃতি বুকে লালন করে সারা টি জীবন পার করে দেনতারা চান না তাদের প্রিয় মুখ টা ভুলতে, প্রিয় মুখের কথা গুলো! যেগুলো তাদের জীবনের শ্রেস্ট এক অধ্যায় হয়ে আছে, তারা শুধু ভুলে যেতে চান ওই মানুষ গুলুর নীচতা কে, হীনতা কে, অবহেলা কে, তাদের কাছে ভালবাসার মানে অন্যরকম, তাদের গল্পও অন্য তাই এই রকম মানুষের প্রতি থাকলো আমার আন্তরিক শ্রদ্ধা! অবশ্য এই ধরনের মানুষের সংখ্যা নিতান্তই হাতে গুণা... অন্যদিকে, যারা মানুষ হয়ে জন্মগ্রহন করেও, অমানুষ হয়ে যায়,

এক সাতে অনেক টা দিন থেকে, বাকি টা জীবনও একসাতে থাকার প্রতিজ্ঞা করে, সুখ-দুঃখ, আনন্দ-বেধনার সাতি হয়েকিন্তু সময়ের বিবর্তনে এক সময় তারা ভেঙ্গে ফেলে তাদের সব প্রতিজ্ঞা,দুম্রে-মুছড়ে দিয়ে যায় অন্যজনের জীবন তরী, অকারনে, স্বার্থের বশবর্তী হয়েতাদের প্রতি থাকলো আমার অগনিত ঘৃণা আর ঘৃণা! এই মানুষ রূপি অমানুষ গুলোর ভয়ংকর থাবায় যাতে আপনার জীবন তছনছ না হয়ে যায়, অকালে ঝড়ে না পড়ে একটি মুকুল, এই জন্যআমার এই ক্ষুদ্র প্রয়াস! কেউ এর দ্বারা সামান্যতম উপকৃত হলে ও আমার কষ্ট সার্থক!
টিপস অ্যান্ড ট্রিক্স গুলো কে দুই ভাগে ভাগ করে দিলাম...
(
ক) প্রাথমিক পর্যায়ঃ
(১) যে চলে গেছে তার জন্য আফসোস করবেন না, প্রথম প্রথম এটা আপনার জন্য অনেক কষ্টকর হবে, কিন্তু নিজেকে যদি এই সময় সামলে রাখতে না পারেন, তো আপনি শেষ! স্বপ্ন দেখবেন না এই ভেবে যে ও একদিন ফিরে আসবে, তাহলে আপনি পিছিয়ে পড়বেন! এই নিস্টুর পৃথিবী, এই সময়ের ভয়ঙ্কর স্রোতের সাতে ই আপনাকে চলতে হবে 
(২) সর্বদা নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন! একা থাকবেন না একদম এই সময় আপনার পছন্দের যে কোন একটা কাজ শুরু করতে পারেন, ওটা তে ই একান্ত ভাবে মনোযোগ দেন,ডুবে থাকেন 
(৩) এনজয় করুন এই ভেবে যে আমি এখন স্বাধীন! মুক্ত বিহঙ্গের মতো(but not in bad way ) 
(৪) ওকে ঘৃণা করুন, ওর ভুল গুলো বার বার মনে করতে থাকুনতা আপনাকে সাহায্য করবে অনেক

(৫) মেনে নিন যে, তা এখন শেষ হয়ে গেছে! ইটস অল অভার! চেতন আর অবচেতন মনের দন্ধে পড়ে জীবন থেকে দূরে সরে যাবেন না!
(৬) এই সময় আপনার আবেগ কে নিয়ন্ত্রনে রাখুনএই সময় যদি আবেগ কে বশে রাখতে না পারেন, তো আপনাকে ধিক, শত ধিক! কেন আপনি মেনে নিতে পারেন না যে, যে আমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য আমার জীবন ধংস করবো? জীবন টা একটা ছেলেখেলা নয়, জীবন টা অনেক বড়! অনেক সুন্দর! আপনার ক্ষুদ্র চিন্তা দিয়ে জীবনের পরিসীমা কে সঙ্কুচিত করে ফেলবেন নাThink big, think positive!

(৭) ছেলেমানুষের মতো আবেগের বশে নিজের কোন ক্ষতি করার চিন্তা ও করবেন না , বাকি জীবনে এর চেয়েও অনেক বড় বড় কস্ত-জন্ত্রনা আপনাকে সহ্য করতে হবে!

তো গেলো ঝড়ের প্রাথমিক পর্যায়! নিজেকে যখন কিছু টা সামলে নিতে পারবেন,

তখন উপরের টিপস গুলো অনুসরণ করুন, নিজের ভেতরে আত্মবিশ্বাস প্রবল করুন যে আমি পারবো!

MD. MASUD RANA *MR*

No comments:

Post a Comment