প্রেমে পড়ার কিছু লক্ষণ

**প্রেমে পড়ার কিছু লক্ষণ**
() তুমি SOFT & SLOW SONG শুনবে () তুমি তার নাম যেখানে দেখবে সেখানেই দাড়িয়ে পরবে  () FRIENDরা তাকে নিয়ে খুচালে তুমি রাগবে না() তুমি রাস্তাতে উদাস হয়ে আস্তে আস্তে হাটবে () তোমার বৃষ্টিতে ভিজতে ভাললাগবে () তোমার প্রকৃতি দেখতে ভাললাগবে () তুমি বুঝতেই পারবে না যে,এই STATUS এর ৫ম পয়েন্টটা মিস হয়েছে () এবার মনে মনে হাসবে আর ভাববে (১০)এবার ভাববে STATUS টা তোমার WALL SHARE করা যায়কিনা


**ভালবাসা কখন স্বার্থকতা লাভ করে?**
ভালবাসার মাঝে একটু ভুল বোঝাবুঝি হতেই পারে হয়তো বা অনিচ্ছায় বিশ্বাসভঙ্গ ও হতে পারে কিন্তু যাকে মন থেকে ভালোবাসা হয় ,, তার সব দোষ গুলো মন নিজের অজান্তেই ক্ষমা করে দেয় ..... তাইতো শত রাগের মাঝেও একটা ফোন কল বা মেসেজ এর অপেক্ষায় মোবাইল এর দি...কে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যায়.... মানুষ ভুল করে... তাই একজন দায়িত্বশীল প্রেমিক/ প্রেমিকা হন... মনে রাখবেন, আপনার প্রেমিক/ প্রেমিকার জীবনে আপনার একটা প্রভাব আছে... চেষ্টা করুন তাকে বোঝার,, তার ভুল গুলো শুধরে দেয়ার... যাকে নিয়ে আজীবন বাঁচার স্বপ্ন দেখেন তাকে কখনই ছোট্ট একঘটনার কারনে তুচ্ছ করে দেবেন না....
আপনি একটু চেষ্টা , একটু ভালোবাসা দিলেই তাকে ভুল থেকে সঠিকে ফিরিয়ে আনতে পারবেন... আর এতেই ভালবাসার মহত্ত্ব,, ভালবাসার স্বার্থকতা....


**প্রকৃত ভালোবাসা কখনো মরে না**

প্রেমিকাকে বিয়ে করে প্রমান করে দিয়েছিলেন থাইল্যাণ্ডের একজন প্রেমিক ২৯ বছর বয়স্কা সারিনা এবং তা ২৮বছর বয়সী প্রেমিক ডেফী, এই বছর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছিলেন কিন্তু মেয়েটি এ শুভক্ষণটির পূর্বেই একটি সড়ক দুর্ঘটনার স্বীকার হন,এবং দুর্ভাগ্যবশত মারা যান কিন্তু, পূর্ব পরিকল্পনা অনুসারে de তাঁকেবিয়ে করবার সিদ্ধান্ত নিয়েছিলেন থাইল্যাণ্ডের সুরিনে সারিনার শেষকৃত্যের সময়, ডেফী তার ভালোবাসার Sarinya এর হাতের আঙুলে বিয়ের আংটিটি পড়িয়ে দিলো এর মধ্যে দিয়েএকটি শেষ অনুষ্ঠান বিয়েতে পরিণত হল পৃথিবীতে এমন বিরল ভালোবাসার নিদর্শন আজও পাওয়া যায়।।

No comments:

Post a Comment